ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৭-৮ মাস ধরে ফোন ব্যবহার করেননি শরিফুল, জানালেন ফারিণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

শরিফুল রাজকে নিয়ে শোবিজমহলে একটি বিষয় বেশ চর্চিত, এ অভিনেতা শুটিংয়ের পুরো সময়টা নাকি কাজেই ডুবে থাকেন। এমনকি, চরিত্রের সঙ্গে মিশে যেতে বাস্তব দুনিয়ার থেকেও সকল সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। জানালেন, ‘৭ থেকে ৮ মাস ফোন ব্যবহার করেননি শরিফুল রাজ।’

আসন্ন কুরবানির ঈদে শরিফুল রাজের সঙ্গে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। যেখানে প্রথমবারের মতো এ অভিনেতার সঙ্গে কাজ করলেন অভিনেত্রী। এ সিনেমায় অভিনয় করতে গিয়েই রাজকে কাছ থেকে দেখেছেন ফারিণ। আর কাজের প্রতি অভিনেতার ডেডিকেশন, একাত্মতা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন নায়িকা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তাসনিয়া ফারিণ বলেন, ‘শরীফুল রাজের কাজের ধরণ দেখে আমি মুগ্ধ। তিনি শুধু দুর্দান্ত অভিনেতাই নন, অভিনয়ের ক্ষেত্রে পরিশ্রমী ও নিবেদিত প্রাণ।’

ফারিণ বলেন, ‘শুটিং সেটে আমরা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করি। কিন্তু তিনি (রাজ) শুটিংয়ের পুরো সময় কোনো ফোন ব্যবহার করেননি। এমনকি ৭-৮ মাস ফোন ছাড়াই ছিলেন। তাকে ফোনকল দিলেও পাওয়া যেত না।’

রাজের প্রশংসায় অভিনেত্রী আরও বলেন, ‘শুটিংয়ের ফাঁকে আমরা যখন ফোন দেখি তিনি তখন বসে থাকেন, চরিত্র নিয়ে ভাবেন। তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক।’

Tag :

৭-৮ মাস ধরে ফোন ব্যবহার করেননি শরিফুল, জানালেন ফারিণ

আপডেট সময় : ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

শরিফুল রাজকে নিয়ে শোবিজমহলে একটি বিষয় বেশ চর্চিত, এ অভিনেতা শুটিংয়ের পুরো সময়টা নাকি কাজেই ডুবে থাকেন। এমনকি, চরিত্রের সঙ্গে মিশে যেতে বাস্তব দুনিয়ার থেকেও সকল সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। জানালেন, ‘৭ থেকে ৮ মাস ফোন ব্যবহার করেননি শরিফুল রাজ।’

আসন্ন কুরবানির ঈদে শরিফুল রাজের সঙ্গে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। যেখানে প্রথমবারের মতো এ অভিনেতার সঙ্গে কাজ করলেন অভিনেত্রী। এ সিনেমায় অভিনয় করতে গিয়েই রাজকে কাছ থেকে দেখেছেন ফারিণ। আর কাজের প্রতি অভিনেতার ডেডিকেশন, একাত্মতা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন নায়িকা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তাসনিয়া ফারিণ বলেন, ‘শরীফুল রাজের কাজের ধরণ দেখে আমি মুগ্ধ। তিনি শুধু দুর্দান্ত অভিনেতাই নন, অভিনয়ের ক্ষেত্রে পরিশ্রমী ও নিবেদিত প্রাণ।’

ফারিণ বলেন, ‘শুটিং সেটে আমরা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করি। কিন্তু তিনি (রাজ) শুটিংয়ের পুরো সময় কোনো ফোন ব্যবহার করেননি। এমনকি ৭-৮ মাস ফোন ছাড়াই ছিলেন। তাকে ফোনকল দিলেও পাওয়া যেত না।’

রাজের প্রশংসায় অভিনেত্রী আরও বলেন, ‘শুটিংয়ের ফাঁকে আমরা যখন ফোন দেখি তিনি তখন বসে থাকেন, চরিত্র নিয়ে ভাবেন। তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক।’