ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুশইন করা ভারতের ৫ নাগরিক কারাগারে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বিএসএফ কর্তৃক পুশইন করা ভারতের আসাম রাজ্যের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা পুলিশ। তিন দিন আগে বিএসএফ আসামের এই নাগরিকদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে জোরপূর্বক পাঠায়। সেখান থেকে শেরপুর জেলা সদরে আসারপর শনিবার (৩১ মে) সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে শেরপুর সদর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে আসামের নাগরিকদের বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পথে পথে ঘুরে শনিবার সন্ধ্যার দিকে শেরপুর সদর উপজেলার চুনিয়ারচর এলাকায় এসে মানুষের কাছে খাবার চান তারা। সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সবাই আসামের মুসলিম নাগরিক এবং তারা সবাই আসামের ভাষায় কথা বলে। গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকরা হলো, ওয়াস উদ্দিন (৫৫), সৈয়ব আলী (৪৫), খায়রুদ্দিন (৩৫), জমিলা খাতুন (৩৫), মনোয়ারা বেওয়া (৫০)।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ভারতীয় ৫ নাগরিককে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

পুশইন করা ভারতের ৫ নাগরিক কারাগারে

আপডেট সময় : ১০:০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

বিএসএফ কর্তৃক পুশইন করা ভারতের আসাম রাজ্যের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা পুলিশ। তিন দিন আগে বিএসএফ আসামের এই নাগরিকদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে জোরপূর্বক পাঠায়। সেখান থেকে শেরপুর জেলা সদরে আসারপর শনিবার (৩১ মে) সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে শেরপুর সদর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে আসামের নাগরিকদের বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পথে পথে ঘুরে শনিবার সন্ধ্যার দিকে শেরপুর সদর উপজেলার চুনিয়ারচর এলাকায় এসে মানুষের কাছে খাবার চান তারা। সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সবাই আসামের মুসলিম নাগরিক এবং তারা সবাই আসামের ভাষায় কথা বলে। গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকরা হলো, ওয়াস উদ্দিন (৫৫), সৈয়ব আলী (৪৫), খায়রুদ্দিন (৩৫), জমিলা খাতুন (৩৫), মনোয়ারা বেওয়া (৫০)।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ভারতীয় ৫ নাগরিককে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।