রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে চারটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার ৪০টির বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা।
একটি সূত্র জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা প্রথমে ‘এফপিভি ড্রোন’ রাশিয়ায় পাচার করে। এরপর দেশটিতে নিয়ে যায় কাঠের মোবাইল কেবিন। ড্রোন ও কাঠের কেবিনগুলো রাশিয়ায় পৌঁছার পর ড্রোনগুলো ওই কেবিনের ছাদের নিচে লুকিয়ে রাখা হয়। আর ওই কেবিনগুলো রাখা হয় ট্রাকে। হামলার সময় ওই কেবিনগুলোর ছাদটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে খোলা হয়। এরপর ড্রোনগুলো রিমোট কন্ট্রোলে কেবিন থেকে বের করে রাশিয়ার বিমানঘাঁটিতে থাকা বিমানের ওপর হামলা চালাতে থাকে ইউক্রেন।
ড্রোন হামলার ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি ট্রাকের ওপর থেকে ড্রোন বের হচ্ছে। ইউক্রেনের ধারণা আজকের হামলায় রাশিয়ার অন্তত ২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
ইউক্রেন যেসব বিমানে হামলা চালিয়েছে তারমধ্যে রয়েছে টিইউ-৯৫এস স্ট্রেটেজিক বোম্বার, টিইউ-২২এম৩এস সুপারসনিক দূরপাল্লার বোম্বার এবং এ-৫০ সংকেত ও নিয়ন্ত্রণ বিমান।

অনলাইন ডেস্ক 

















