ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে আপিল বিভাগের নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার সকালে এ রায় দেন।

একই সঙ্গে আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে। জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের অংশগ্রহণের বিষয়ে আর কোনো বাধা রইল না। এ রায়ের মধ্য দিয়ে ২০১৮ সালের পর নির্বাচনে ফের সক্রিয় হচ্ছে দলটি।

দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, প্রতীকের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মী ও সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Tag :

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে আপিল বিভাগের নির্দেশ

আপডেট সময় : ০৬:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার সকালে এ রায় দেন।

একই সঙ্গে আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে। জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের অংশগ্রহণের বিষয়ে আর কোনো বাধা রইল না। এ রায়ের মধ্য দিয়ে ২০১৮ সালের পর নির্বাচনে ফের সক্রিয় হচ্ছে দলটি।

দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, প্রতীকের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মী ও সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।