ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

তুরস্কের ইস্তাম্বুলে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনায় অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেন। শুক্রবার (৩০ মে) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা আগে রাশিয়ার প্রস্তাব দেখতে চায়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার কিয়েভে টার্কিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, ‘একটি বৈঠক ফলপ্রসূ হতে হলে এর কর্মসূচি স্পষ্ট হওয়া দরকার এবং আলোচনার যথাযথ প্রস্তুতি থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, রাশিয়া সম্ভাব্য পরবর্তী বৈঠক ব্যর্থ করতে যা কিছু সম্ভব, তা-ই করছে।’ রাশিয়ার তরফ থেকে কোনও নথি না পাওয়াকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

চলতি মাসের ১৬ তারিখে দুই দেশের প্রতিনিধিরা ইস্তাম্বুলে বৈঠক করেন।  এতে কেবল বন্দি বিনিময় নিয়ে একটি চুক্তি হয়।

জেলেনস্কি বলেন, তিনি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে শুক্রবার এক ফোনালাপে রাশিয়ার প্রস্তাবিত সোমবারের বৈঠকে ইউক্রেনের অংশগ্রহণের সম্ভাব্য শর্তাবলি নিয়ে আলোচনা করেছেন।

Tag :

তুরস্কে আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় : ০৭:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

তুরস্কের ইস্তাম্বুলে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনায় অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেন। শুক্রবার (৩০ মে) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা আগে রাশিয়ার প্রস্তাব দেখতে চায়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার কিয়েভে টার্কিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, ‘একটি বৈঠক ফলপ্রসূ হতে হলে এর কর্মসূচি স্পষ্ট হওয়া দরকার এবং আলোচনার যথাযথ প্রস্তুতি থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, রাশিয়া সম্ভাব্য পরবর্তী বৈঠক ব্যর্থ করতে যা কিছু সম্ভব, তা-ই করছে।’ রাশিয়ার তরফ থেকে কোনও নথি না পাওয়াকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

চলতি মাসের ১৬ তারিখে দুই দেশের প্রতিনিধিরা ইস্তাম্বুলে বৈঠক করেন।  এতে কেবল বন্দি বিনিময় নিয়ে একটি চুক্তি হয়।

জেলেনস্কি বলেন, তিনি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে শুক্রবার এক ফোনালাপে রাশিয়ার প্রস্তাবিত সোমবারের বৈঠকে ইউক্রেনের অংশগ্রহণের সম্ভাব্য শর্তাবলি নিয়ে আলোচনা করেছেন।