জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খানকে বৃহস্পতিবার ,29মে মধ্যে অপসারণ করার দাবি জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার ২৬ শে মে সংবাদ সম্মেলন করে সংগঠনটি জানায়, তিন দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে অপসারণ করতে হবে। তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ার এই দাবি করা হয়েছে বলে জানানো হয়। গত ১২ই মে রাতে এন বি আর ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ বাংলাদেশ জারি করে সরকার। এন বি আর বিলুপ্ত করার আধ্যাদেশ বাতিল করার দাবি জানিয়ে ১৩ই মে থেকে কর্মসূচি শুরু করে এন বি আর এর কর্মকর্তা কর্মচারীরা। গত ২০ শে মে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এন বি আর সংস্কার ঐক্য পরিষদ। পরে সংবাদ সম্মেলন করে ঐক্য পরিষদ জানায়, এনবিআর এর চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খানের বিরুদ্ধে অসহযোগিতা, নিয়ম তান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতা বিষয়ে এন বি আর এর চেয়ারম্যান সরকারের নীতি-নিধারকের সঠিক তথ্য না দিয়ে আড়াল করেছেন। এ সময় তার অপসারণ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা আশা করি, রাষ্ট্র ও জনগণের বৃহত্তম স্বার্থে সরকার ও রাজস্ব নীতি প্রণয়ন, ও ব্যবস্থাপনায় জ্ঞান, দক্ষতা ও বাস্তবকর্মের অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তাকে চেয়ারম্যান পদে পূর্ণকালীন দায়িত্ব প্রদান করবেন। ২৫ শে মে রাতে এনবিআর কর্মকর্তাদের দাবি মানার আশ্বাস দেয় অর্থ মন্ত্রণালয়। আর সেই আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেয় ঐক্য পরিষদ। বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায় এনবিআর বিলুপ্ত নয় বরং এ প্রতিষ্ঠানকে স্বাধীন ও বিশেষায়িত বিভাগে মর্যাদা উন্নতি করা হবে। সেজন্য ৩১শে জুলাই এর মধ্যে ওই অধ্যাদেশ সংশোধন করা হবে। এনবিআর, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি এবং গুরুত্বপূর্ণ অংশে যন্ত্রের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে।
শিরোনাম :
এনবিআর চেয়ারম্যান কে বৃহস্পতিবারের মধ্যে অপসারণের দাবি এনবিআর সংস্কার ঐক্য পরিষদ
-
অনলাইন ডেস্ক - আপডেট সময় : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- ৬৮ বার পড়া হয়েছে
Tag :

















