ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার বাতাসের মানে ফের অবনতি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বায়ুদূষণ আজ বৈশ্বিক উদ্বেগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের অন্যান্য শহরের মতো বাংলাদেশেও রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরেই দূষণের শিকার। যদিও গত কয়েকদিনে বায়ুমানে কিছুটা উন্নতির আভাস পাওয়া যাচ্ছিল, আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) পরিস্থিতি আবার উল্টোপথে মোড় নিয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এর তথ্যমতে, আজ সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১১০, যা “সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর” পর্যায়ে পড়ে।

বায়ুমান সূচকে ঢাকার অবস্থান বিশ্বে অষ্টম

বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ঢাকা। তালিকায় শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনামের রাজধানী হ্যানোয়, যার AQI ১৬৬— যা সব বয়সী মানুষের জন্যই ক্ষতিকর।

শীর্ষ পাঁচ দূষিত শহর আজ:

হ্যানোয়, ভিয়েতনাম – AQI ১৬৬

কিনশাসা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো – AQI ১৫৯

লাহোর, পাকিস্তান – AQI ১২৭

তেহরান, ইরান – AQI ১২২

কাম্পালা, উগান্ডা – AQI ১১৯

ঢাকার দূষণের কারণসমূহ

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণগুলো হলো:

ইটভাটা ও শিল্পকারখানার ধোঁয়া

যানবাহনের কালো ধোঁয়া ও জ্বালানির নিম্নমান

নির্মাণকাজের ধুলাবালি

নগর পরিকল্পনার অভাব ও অপর্যাপ্ত সবুজ এলাকা

স্বাস্থ্যঝুঁকিতে কারা?

আজকের AQI অনুযায়ী, বাচ্চা, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে দীর্ঘ সময় অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা জানান, বায়ুমান ১০০-এর ওপরে গেলে, শ্বাসপ্রশ্বাসের সমস্যা, চোখে জ্বালা, কাশি, ক্লান্তি ইত্যাদি সমস্যা বাড়তে পারে।

Tag :

ঢাকার বাতাসের মানে ফের অবনতি

আপডেট সময় : ০৭:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

বায়ুদূষণ আজ বৈশ্বিক উদ্বেগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের অন্যান্য শহরের মতো বাংলাদেশেও রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরেই দূষণের শিকার। যদিও গত কয়েকদিনে বায়ুমানে কিছুটা উন্নতির আভাস পাওয়া যাচ্ছিল, আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) পরিস্থিতি আবার উল্টোপথে মোড় নিয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এর তথ্যমতে, আজ সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১১০, যা “সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর” পর্যায়ে পড়ে।

বায়ুমান সূচকে ঢাকার অবস্থান বিশ্বে অষ্টম

বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ঢাকা। তালিকায় শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনামের রাজধানী হ্যানোয়, যার AQI ১৬৬— যা সব বয়সী মানুষের জন্যই ক্ষতিকর।

শীর্ষ পাঁচ দূষিত শহর আজ:

হ্যানোয়, ভিয়েতনাম – AQI ১৬৬

কিনশাসা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো – AQI ১৫৯

লাহোর, পাকিস্তান – AQI ১২৭

তেহরান, ইরান – AQI ১২২

কাম্পালা, উগান্ডা – AQI ১১৯

ঢাকার দূষণের কারণসমূহ

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণগুলো হলো:

ইটভাটা ও শিল্পকারখানার ধোঁয়া

যানবাহনের কালো ধোঁয়া ও জ্বালানির নিম্নমান

নির্মাণকাজের ধুলাবালি

নগর পরিকল্পনার অভাব ও অপর্যাপ্ত সবুজ এলাকা

স্বাস্থ্যঝুঁকিতে কারা?

আজকের AQI অনুযায়ী, বাচ্চা, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে দীর্ঘ সময় অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা জানান, বায়ুমান ১০০-এর ওপরে গেলে, শ্বাসপ্রশ্বাসের সমস্যা, চোখে জ্বালা, কাশি, ক্লান্তি ইত্যাদি সমস্যা বাড়তে পারে।