ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চানখাঁরপুলে গুলি: পুলিশের পোশাকে হিন্দিভাষী লোকদের দেখার দাবি সাক্ষীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে সরকার পতনের দাবিতে অনুষ্ঠিত গণআন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ইয়াকুব, ইসমামুলসহ অন্যান্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরও তিন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী দাবি করেছেন, পুলিশের পোশাকে থাকা কিছু লোক হিন্দি ভাষায় কথা বলছিলেন এবং তারা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান।

গতকাল মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার পঞ্চম, চতুর্থ ও ষষ্ঠ সাক্ষী শহীদ আহম্মেদ, রহিমা আক্তার ও মো. মহিবুল হক সাক্ষ্য দেন। এ সময় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মিজানুল ইসলাম, বি এম সুলতান মাহমুদ ও তারেক আবদুল্লাহ। আসামিপক্ষের পক্ষে আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২০ আগস্ট।

‘পুলিশের পোশাকে হিন্দিভাষী লোকদের দেখেছি’ – শহীদ আহম্মেদ

৪০ বছর বয়সি শহীদ আহম্মেদ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তিনি জানান, “গত বছরের ৫ আগস্ট সকাল ১১টার দিকে আমি, আমার ছেলে সালমান, ভাতিজা ইয়াকুব ও অন্যান্যরা গণভবনের উদ্দেশে রওনা দিই। চানখাঁরপুল এলাকায় পৌঁছালে দেখি চারদিক থেকে হাজার হাজার লোক জড়ো হচ্ছে। ছাপা পোশাকধারী অনেক পুলিশ সেখানে উপস্থিত ছিল। তাদের মধ্যে কয়েকজন পুলিশের পোশাকে থাকা লোক হিন্দি ভাষায় কথা বলছিলেন।”

Tag :

চানখাঁরপুলে গুলি: পুলিশের পোশাকে হিন্দিভাষী লোকদের দেখার দাবি সাক্ষীর

আপডেট সময় : ০৬:৪৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে সরকার পতনের দাবিতে অনুষ্ঠিত গণআন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ইয়াকুব, ইসমামুলসহ অন্যান্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরও তিন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী দাবি করেছেন, পুলিশের পোশাকে থাকা কিছু লোক হিন্দি ভাষায় কথা বলছিলেন এবং তারা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান।

গতকাল মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার পঞ্চম, চতুর্থ ও ষষ্ঠ সাক্ষী শহীদ আহম্মেদ, রহিমা আক্তার ও মো. মহিবুল হক সাক্ষ্য দেন। এ সময় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মিজানুল ইসলাম, বি এম সুলতান মাহমুদ ও তারেক আবদুল্লাহ। আসামিপক্ষের পক্ষে আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২০ আগস্ট।

‘পুলিশের পোশাকে হিন্দিভাষী লোকদের দেখেছি’ – শহীদ আহম্মেদ

৪০ বছর বয়সি শহীদ আহম্মেদ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তিনি জানান, “গত বছরের ৫ আগস্ট সকাল ১১টার দিকে আমি, আমার ছেলে সালমান, ভাতিজা ইয়াকুব ও অন্যান্যরা গণভবনের উদ্দেশে রওনা দিই। চানখাঁরপুল এলাকায় পৌঁছালে দেখি চারদিক থেকে হাজার হাজার লোক জড়ো হচ্ছে। ছাপা পোশাকধারী অনেক পুলিশ সেখানে উপস্থিত ছিল। তাদের মধ্যে কয়েকজন পুলিশের পোশাকে থাকা লোক হিন্দি ভাষায় কথা বলছিলেন।”