রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন জেনারেল ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মীরা। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার পর থেকে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক জানান, আন্দোলনকারীরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশের ট্রাফিক ও থানা সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, “তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে। আশা করি দ্রুত তারা সরে যাবেন।”
কর্মীদের সড়ক অবরোধের কারণে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শ্যামলী ও আশপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলে যাওয়ার পথে থাকা সাধারণ মানুষ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সড়কেই অবস্থান করছিলেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক 















