সড়কে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। শুধু জুলাই মাসেই সারা দেশে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫২০ জন, আহত হয়েছেন ১৩৫৬ জন। দুর্ঘটনার এ চিত্র তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ৮টি কারণ চিহ্নিত এবং প্রতিরোধে ১৩টি সুপারিশ উত্থাপন করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বর্ষায় সৃষ্ট ছোট-বড় গর্ত, অনিয়ন্ত্রিত যান চলাচল, রোড মার্কিংয়ের অভাব এবং চালকদের দক্ষতার ঘাটতি দুর্ঘটনা বৃদ্ধির বড় কারণ।
বর্ষায় সড়কের গর্ত
মোটরসাইকেল, ব্যাটারিচালিত যান ও নসিমন-করিমনের অবাধ চলাচল
রোড সাইন, মার্কিং ও আলোর অভাব
মিডিয়ান না থাকা, গাছের কারণে অন্ধ বাঁক
অবকাঠামোগত ত্রুটি, ট্রাফিক আইন অমান্য
উল্টো পথে গাড়ি চালানো, চাঁদাবাজি ও পণ্যবাহনে যাত্রী বহন
অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহন
অতিরিক্ত কাজের চাপ, বিশ্রামহীনভাবে গাড়ি চালানো
দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত
মহাসড়কে পর্যাপ্ত আলোকসজ্জা
দক্ষ চালক তৈরির উদ্যোগ
ফুটপাত ও সার্ভিস লেন নির্মাণ
চাঁদাবাজি বন্ধ ও চালকের ন্যায্য বেতন
পথচারী পারাপার ও রোড সাইন নিশ্চিতকরণ
ডিজিটাল পদ্ধতিতে আইন প্রয়োগ
আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা
মানসম্মত সড়ক নির্মাণ ও রোড সেফটি অডিট
ফিটনেসবিহীন যান স্ক্যাপের উদ্যোগ
চালকদের ভ্যাট ও আয়কর অব্যাহতি
ট্রেনিংপ্রাপ্ত চালকদের জন্য প্রণোদনা

অনলাইন ডেস্ক 















