ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টয়লেটের ফ্লাশ নষ্ট, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমানের ফ্লাইট

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

মাঝ আকাশে থাকা অবস্থায় টয়লেটের সমস্যা দেখা দেওয়ায় যাত্রীদের অস্বস্তির কথা বিবেচনায় নিয়ে ফিরিয়ে আনা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট।

আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটটি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পর উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ কাজ না করায় যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে। এরপর দ্রুত বিকল্প ব্যবস্থা হিসেবে রাত ৩টা ৩৮ মিনিটে যাত্রীদের একটি ভিন্ন উড়োজাহাজে আবুধাবি পাঠানো হয়।

তবে ওই বিকল্প উড়োজাহাজটি পরদিন ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় তা নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ব্যাংককগামী ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পরে, বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা ত্যাগ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, “ফেরত আসা উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে। যাত্রীদের যথাসম্ভব দ্রুত ও নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটিও বিকেলে সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।”

Tag :

টয়লেটের ফ্লাশ নষ্ট, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমানের ফ্লাইট

আপডেট সময় : ০৭:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

মাঝ আকাশে থাকা অবস্থায় টয়লেটের সমস্যা দেখা দেওয়ায় যাত্রীদের অস্বস্তির কথা বিবেচনায় নিয়ে ফিরিয়ে আনা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট।

আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটটি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পর উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ কাজ না করায় যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে। এরপর দ্রুত বিকল্প ব্যবস্থা হিসেবে রাত ৩টা ৩৮ মিনিটে যাত্রীদের একটি ভিন্ন উড়োজাহাজে আবুধাবি পাঠানো হয়।

তবে ওই বিকল্প উড়োজাহাজটি পরদিন ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় তা নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ব্যাংককগামী ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পরে, বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা ত্যাগ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, “ফেরত আসা উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে। যাত্রীদের যথাসম্ভব দ্রুত ও নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটিও বিকেলে সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।”