আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা ছিল, তা কাটিয়ে উঠেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায়—মন্তব্য করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস ঘোষণা দেন যে, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। এই ঘোষণার প্রতিক্রিয়ায় এম এ আউয়াল বলেন,“এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের দোদুল্যমানতা ও সংশয়ের অবসান ঘটল। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির জন্য এটি অত্যন্ত সহায়ক হবে।”
এম এ আউয়াল বলেন,“দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা মনে করি, জাতি এবার একটি আনন্দমুখর ও নিরপেক্ষ নির্বাচন দেখতে পারবে।”
তিনি আরও বলেন, “অতীতের মতো ভোট যেন এদিক-ওদিক না হয়, মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে—তা সরকার ও প্রশাসনকে নিশ্চিত করতে হবে।”

অনলাইন ডেস্ক 















