ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার দাবি অ্যাটর্নি জেনারেলের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রবিবার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেন, “শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। পৃথিবীর কোনো স্বৈরাচারকে মিথ্যার ওপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছ থেকে শিখতে হবে।” তিনি আরও বলেন, “পৃথিবীর সব স্বৈরশাসকের একটি সমিতি গড়া হলে শেখ হাসিনা হবেন তার সভাপতি।”

এই মন্তব্য তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরুর আগে করেন।

আলোচিত মামলায় অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন এবং তা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

Tag :

শেখ হাসিনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার দাবি অ্যাটর্নি জেনারেলের

আপডেট সময় : ০৭:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রবিবার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেন, “শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। পৃথিবীর কোনো স্বৈরাচারকে মিথ্যার ওপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছ থেকে শিখতে হবে।” তিনি আরও বলেন, “পৃথিবীর সব স্বৈরশাসকের একটি সমিতি গড়া হলে শেখ হাসিনা হবেন তার সভাপতি।”

এই মন্তব্য তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরুর আগে করেন।

আলোচিত মামলায় অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন এবং তা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।