ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: পুলিশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক ও এফডিআর নথি উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে কর্মরত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, “রিয়াদের বাসায় অভিযান চালিয়ে মোট ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক এবং আনুমানিক ২০ লাখ টাকার এফডিআরের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।”

পুলিশ জানায়, সোমবার রাতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালানো হয়। সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে পাঁচ যুবক ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সাবেক এমপি পলাতক থাকায় তারা চাঁদা দাবি করেন তার স্বামীর কাছে। কয়েক দিন আগে ওই যুবকরা ১০ লাখ টাকা নিয়ে যান, পরে আরও স্বর্ণালংকার নিতে গেলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল থেকে রিয়াদসহ পাঁচজনকে আটক করে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ঘটনার পর পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো একটি সামাজিক সংগঠনের নেতার বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ উঠায় সাধারণ মানুষের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: পুলিশ

আপডেট সময় : ০৭:৫৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক ও এফডিআর নথি উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে কর্মরত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, “রিয়াদের বাসায় অভিযান চালিয়ে মোট ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক এবং আনুমানিক ২০ লাখ টাকার এফডিআরের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।”

পুলিশ জানায়, সোমবার রাতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালানো হয়। সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে পাঁচ যুবক ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সাবেক এমপি পলাতক থাকায় তারা চাঁদা দাবি করেন তার স্বামীর কাছে। কয়েক দিন আগে ওই যুবকরা ১০ লাখ টাকা নিয়ে যান, পরে আরও স্বর্ণালংকার নিতে গেলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল থেকে রিয়াদসহ পাঁচজনকে আটক করে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ঘটনার পর পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো একটি সামাজিক সংগঠনের নেতার বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ উঠায় সাধারণ মানুষের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।