ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় একদিনে আরও ৮০ মৃত্যু, অনাহারে ঝরলো ১৪ প্রাণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন থামছেই না। বরং প্রতিনিয়ত বাড়ছে হামলা। এতে প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। পাশাপাশি হাসপাতালেও আহতদের ভিড় ভারি হচ্ছে। সবশেষ খবর পাওয়া গেছে, একদিনে কমপক্ষে আরও ৮০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি মারা গেছেন। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শিশু।

মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ক্রমবর্ধমান দুর্ভিক্ষে আরও ১৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে সোমবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু।

Tag :

গাজায় একদিনে আরও ৮০ মৃত্যু, অনাহারে ঝরলো ১৪ প্রাণ

আপডেট সময় : ০৮:০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন থামছেই না। বরং প্রতিনিয়ত বাড়ছে হামলা। এতে প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। পাশাপাশি হাসপাতালেও আহতদের ভিড় ভারি হচ্ছে। সবশেষ খবর পাওয়া গেছে, একদিনে কমপক্ষে আরও ৮০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি মারা গেছেন। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শিশু।

মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ক্রমবর্ধমান দুর্ভিক্ষে আরও ১৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে সোমবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু।