ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের প্রতিশ্রুতি বিএনপির: মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, রাজনৈতিক পরিবর্তনের পর তাদের যেন ভুলে না যাওয়া হয়।”

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকে ভালো জায়গা দখল করেছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ বড় ব্যবসায়ী হয়েছে। কিন্তু যাঁরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাঁদের দিকে রাষ্ট্র ফিরে তাকায়নি।”

তিনি বর্তমান সরকারকে ইঙ্গিত করে অভিযোগ করেন, শিশুদের কল্যাণ বা শহীদ পরিবারের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নেয়নি সরকার। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার যদি চায়, এখনো অনেক কিছু করা সম্ভব।

অনুষ্ঠানে গুম কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “প্রতিবেদন দাখিল হলেও নিখোঁজদের সন্ধানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। আমরা জানি না, গুম হওয়া মানুষগুলোকে ফিরিয়ে দিতে পারব কি না। তবে তাদের পরিবারগুলোর জন্য কিছু না করলে সবাই দায়ী থাকব।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কারের কোনো মূল্য নেই। বিএনপি সংস্কারের পক্ষে, কিন্তু সেটা হতে হবে জনগণের জন্য।”

Tag :

ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের প্রতিশ্রুতি বিএনপির: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, রাজনৈতিক পরিবর্তনের পর তাদের যেন ভুলে না যাওয়া হয়।”

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকে ভালো জায়গা দখল করেছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ বড় ব্যবসায়ী হয়েছে। কিন্তু যাঁরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাঁদের দিকে রাষ্ট্র ফিরে তাকায়নি।”

তিনি বর্তমান সরকারকে ইঙ্গিত করে অভিযোগ করেন, শিশুদের কল্যাণ বা শহীদ পরিবারের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নেয়নি সরকার। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার যদি চায়, এখনো অনেক কিছু করা সম্ভব।

অনুষ্ঠানে গুম কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “প্রতিবেদন দাখিল হলেও নিখোঁজদের সন্ধানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। আমরা জানি না, গুম হওয়া মানুষগুলোকে ফিরিয়ে দিতে পারব কি না। তবে তাদের পরিবারগুলোর জন্য কিছু না করলে সবাই দায়ী থাকব।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কারের কোনো মূল্য নেই। বিএনপি সংস্কারের পক্ষে, কিন্তু সেটা হতে হবে জনগণের জন্য।”