ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে ২.২০ লাখ টন গম আমদানির উদ্যোগ সরকারের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য রক্ষায় দুই লাখ ২০ হাজার টন গম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে এই গম কেনা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

প্রতিটি টনের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০২.৭৫ মার্কিন ডলার, যার ফলে পুরো চালান আমদানিতে ব্যয় হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। বাংলাদেশি মুদ্রায় গমের কেজি প্রতি দাম পড়বে আনুমানিক ৩৭ টাকা ২০ পয়সা।

এই বিষয়ে একটি প্রস্তাব আজ বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উত্থাপন করার কথা রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার। এই ঘাটতি হ্রাস এবং শুল্ক ভারসাম্য রক্ষার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্যসহ অন্যান্য পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত ৩০ জুন বাণিজ্য সচিবের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর বর্তমানে ১৫.৫ শতাংশ শুল্ক রয়েছে, এবং নতুন করে আরও ৩৭ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা থাকায় রপ্তানি ঝুঁকিতে পড়তে পারে। ফলে আমদানি ভারসাম্য বজায় রাখার কৌশল নেওয়া হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে সাত লাখ টন গম আমদানি করা হবে। এই চালান তার প্রথম পর্যায়, যার আওতায় ২.২০ লাখ টন গম আনা হচ্ছে।

এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (USDA) ও ইউএস হুইট অ্যাসোসিয়েটস (USW) অংশীদার হিসেবে রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকার ৬ লাখ ১০ হাজার টন গম আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জিটুজি ভিত্তিতে ও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিয়মিত গম সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Tag :

যুক্তরাষ্ট্র থেকে ২.২০ লাখ টন গম আমদানির উদ্যোগ সরকারের

আপডেট সময় : ০৬:৩৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য রক্ষায় দুই লাখ ২০ হাজার টন গম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে এই গম কেনা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

প্রতিটি টনের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০২.৭৫ মার্কিন ডলার, যার ফলে পুরো চালান আমদানিতে ব্যয় হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। বাংলাদেশি মুদ্রায় গমের কেজি প্রতি দাম পড়বে আনুমানিক ৩৭ টাকা ২০ পয়সা।

এই বিষয়ে একটি প্রস্তাব আজ বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উত্থাপন করার কথা রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার। এই ঘাটতি হ্রাস এবং শুল্ক ভারসাম্য রক্ষার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্যসহ অন্যান্য পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত ৩০ জুন বাণিজ্য সচিবের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর বর্তমানে ১৫.৫ শতাংশ শুল্ক রয়েছে, এবং নতুন করে আরও ৩৭ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা থাকায় রপ্তানি ঝুঁকিতে পড়তে পারে। ফলে আমদানি ভারসাম্য বজায় রাখার কৌশল নেওয়া হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে সাত লাখ টন গম আমদানি করা হবে। এই চালান তার প্রথম পর্যায়, যার আওতায় ২.২০ লাখ টন গম আনা হচ্ছে।

এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (USDA) ও ইউএস হুইট অ্যাসোসিয়েটস (USW) অংশীদার হিসেবে রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকার ৬ লাখ ১০ হাজার টন গম আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জিটুজি ভিত্তিতে ও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিয়মিত গম সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।