রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। এ দুর্ঘটনার পেছনে কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই রিট দায়ের করেন।
রিটে নিম্নোক্ত নির্দেশনার আবেদন করা হয়েছে:
ঢাকাসহ দেশের সকল জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ ও যুদ্ধবিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি।
মাইলস্টোন দুর্ঘটনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন।
বিমানবাহিনীর অধীনে থাকা ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ।
আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো।
নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান।
হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটির প্রাথমিক শুনানির সময় আজ দুপুর ১টায় নির্ধারণ করেন।
শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
উল্লেখ্য, গত সপ্তাহে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন, যার প্রেক্ষিতে দেশব্যাপী জনসচেতনতা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

অনলাইন ডেস্ক 

















