ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের সব ধরনের সহায়তা নিশ্চিত করছে সরকার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ সকালে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় যাচাইয়ের কাজ চলছে। যেসব মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলোর জন্য ডিএনএ পরীক্ষা করার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া, আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার ও সেনাবাহিনী একযোগে সুষ্ঠু চিকিৎসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু মহল দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালাচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।”

এ ঘটনায় আহত বা নিহতদের সঠিক এবং নির্ভুল তালিকা প্রকাশ করতে বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ একসাথে কাজ করছে।

অতিরিক্তভাবে, এই দুর্ঘটনায় কেউ নিখোঁজ থাকলে তারা যেন দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, সেজন্য একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি যাচাই করে নিশ্চিত করা হচ্ছে, যাতে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার করা যায়।

এ ঘটনা নিয়ে বাংলাদেশ সরকার শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Tag :

উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের সব ধরনের সহায়তা নিশ্চিত করছে সরকার

আপডেট সময় : ০৬:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ সকালে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় যাচাইয়ের কাজ চলছে। যেসব মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলোর জন্য ডিএনএ পরীক্ষা করার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া, আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার ও সেনাবাহিনী একযোগে সুষ্ঠু চিকিৎসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু মহল দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালাচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।”

এ ঘটনায় আহত বা নিহতদের সঠিক এবং নির্ভুল তালিকা প্রকাশ করতে বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ একসাথে কাজ করছে।

অতিরিক্তভাবে, এই দুর্ঘটনায় কেউ নিখোঁজ থাকলে তারা যেন দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, সেজন্য একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি যাচাই করে নিশ্চিত করা হচ্ছে, যাতে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার করা যায়।

এ ঘটনা নিয়ে বাংলাদেশ সরকার শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।