ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে এনসিপির জুলাই পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের উন্নয়নের জন্য ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার পার্বত্য খাগড়াছড়ি জেলায় পদযাত্রা ও জনসভা করছে। এতে নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পদযাত্রা ও জনসভাকে ঘিরে সেনাবাহিনী ছাড়াও পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এনসিপির নেতারা সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে পৌঁছার কথা থাকলেও তারা পৌনে ১২টা পর্যন্ত পৌঁছাননি।

পদযাত্রাটি শহরের চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে মহাজনপাড়া, নারকেল বাগান, শাপলা চত্বর হয়ে কোর্ট বিল্ডিং চত্বরে যাবে এবং আবার শাপলা চত্বরে ফিরে মুক্তমঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে।

এনসিপি নেতাদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। পদযাত্রা ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন, যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। জনসভা শেষে তারা ফেনীর উদ্দেশে রওনা দেবেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, “এনসিপির পদযাত্রা ও জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”

Tag :

খাগড়াছড়িতে এনসিপির জুলাই পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা

আপডেট সময় : ০৭:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের উন্নয়নের জন্য ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার পার্বত্য খাগড়াছড়ি জেলায় পদযাত্রা ও জনসভা করছে। এতে নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পদযাত্রা ও জনসভাকে ঘিরে সেনাবাহিনী ছাড়াও পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এনসিপির নেতারা সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে পৌঁছার কথা থাকলেও তারা পৌনে ১২টা পর্যন্ত পৌঁছাননি।

পদযাত্রাটি শহরের চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে মহাজনপাড়া, নারকেল বাগান, শাপলা চত্বর হয়ে কোর্ট বিল্ডিং চত্বরে যাবে এবং আবার শাপলা চত্বরে ফিরে মুক্তমঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে।

এনসিপি নেতাদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। পদযাত্রা ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন, যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। জনসভা শেষে তারা ফেনীর উদ্দেশে রওনা দেবেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, “এনসিপির পদযাত্রা ও জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”