ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কিত ৩ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মেট্রো (উত্তর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলা নং-১১ এর তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এই তথ্য সংগ্রহের প্রয়োজন।

গত ২২ জুন বিএনপি শেরেবাংলা নগর থানায় একটি মামলায় অভিযোগ করে যে, তিন নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে ভয়-ভীতি প্রদর্শন করে ভোট গ্রহণ করেছে। মামলার আসামি তালিকায় দশম থেকে দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনের নাম রয়েছে।

এই মামলার পর পুলিশ সাবেক দুই নির্বাচন কমিশনার নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে।

দেশব্যাপী প্রায় দুই লাখ ভোটগ্রহণ কর্মকর্তা বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Tag :

বিতর্কিত ৩ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন

আপডেট সময় : ০৭:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মেট্রো (উত্তর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলা নং-১১ এর তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এই তথ্য সংগ্রহের প্রয়োজন।

গত ২২ জুন বিএনপি শেরেবাংলা নগর থানায় একটি মামলায় অভিযোগ করে যে, তিন নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে ভয়-ভীতি প্রদর্শন করে ভোট গ্রহণ করেছে। মামলার আসামি তালিকায় দশম থেকে দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনের নাম রয়েছে।

এই মামলার পর পুলিশ সাবেক দুই নির্বাচন কমিশনার নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে।

দেশব্যাপী প্রায় দুই লাখ ভোটগ্রহণ কর্মকর্তা বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।