ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ব্যারিস্টার সুমনকে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। সকাল ১০টা ৭ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতের হাজতখানা থেকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে আবার হাজতখানায় পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে যাওয়ার সময় আসামিদের ছোড়া রাবার বুলেটের আঘাতে আহত হন। তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ৫১ জনকে আসামি করা হয়েছে, যেখানে সায়েদুল হক সুমন ২৫ নম্বর এজাহারনামীয় আসামি।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

Tag :

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ব্যারিস্টার সুমনকে

আপডেট সময় : ০৬:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। সকাল ১০টা ৭ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতের হাজতখানা থেকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে আবার হাজতখানায় পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে যাওয়ার সময় আসামিদের ছোড়া রাবার বুলেটের আঘাতে আহত হন। তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ৫১ জনকে আসামি করা হয়েছে, যেখানে সায়েদুল হক সুমন ২৫ নম্বর এজাহারনামীয় আসামি।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।