গোপালগঞ্জে এনসিপির (ন্যাশনাল কনসেনসাস পার্টি) কর্মসূচিতে হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আজ বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ” এর নেতাকর্মীরা হামলা চালায়। এতে এনসিপির অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষ আহত হন। হামলাকারীরা গাড়িতে হামলা, অগ্নিসংযোগ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কাছেও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, “এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা, যার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।” এর প্রতিবাদে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৭ জুলাই (বৃহস্পতিবার) দেশের সকল জেলা ও মহানগরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে অধ্যাপক পরওয়ার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

অনলাইন ডেস্ক 


















