আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আয়কর রিটার্ন দাখিল এবং কর দানে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড দুই মিনিটের একটি সচেতনতামূলক ভিডিও নির্মাণ করেছে। ভিডিওটি এরই মধ্যে ধারাবাহিকভাবে সরকারি ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার আয়কর বিষয়ে জনমনে সচেতনতা বৃদ্ধি, আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর প্রদানের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অংশীদারিত্বের ভাবনাকে দৃঢ় করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। এই ভিডিওচিত্র প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে আয়কর প্রদানে আগ্রহ বৃদ্ধি পাবে বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে।
এতে আরও বলা হয়, ভিডিওচিত্রটিতে আয়কর কী, আয়কর কেন দেওয়া প্রয়োজন, দেশের উন্নয়নে আয়কর কীভাবে কাজ করে তা তুলে ধরা হয়েছে। এছাড়া সময়মতো আয়কর না দেওয়া হলে তা দেশের উন্নয়নকে কীভাবে বাধাগ্রস্ত করে তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ ভিডিওচিত্রে।
বিজ্ঞপ্তিতে ওই ভিডিওচিত্রটি প্রচারের মাধ্যমে আয়কর প্রদান বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেশের প্রচার মাধ্যমগুলোকে বিনীত অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

অনলাইন ডেস্ক 



















