ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা, নিহত ৮, আহত দুই শতাধিক, বন্ধ ইরানের আকাশপথ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরান হাইফা, তেল আবিব ও পশ্চিম গ্যালিলি সহ একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয় মধ্য ইসরায়েলে, যেখানে ১০ বছর বয়সী এক শিশুসহ কমপক্ষে ৪ জন নিহত হন এবং প্রায় ১০০ জন আহত হন বলে জানিয়েছেন এমডিএ-এর এক মুখপাত্র।

শফেলা অঞ্চলে আরও ৩৭ জন আহত হন। পশ্চিম গ্যালিলিতে একটি তিনতলা ভবন ধসে পড়ে তিনজন নারী নিহত হন। এমডিএ জানিয়েছে, দুজন নারীকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। হাইফা অঞ্চলে একটি বাড়িতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে ২০ বছর বয়সী এক তরুণী নিহত হন এবং আহত হন আরও ১৪ জন।

ইসরায়েলি পুলিশ ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় জানায়, তেল আবিব উপকূলবর্তী এলাকায় বড় ধরনের হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমডিএ মুখপাত্র বলেন, ইরানের এই রাতভর পাল্টা হামলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলও ইরানের রাজধানী তেহরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে বলে জানায় তেল আবিব। দেশটির সামরিক বাহিনী জানায়, তারা ইরানের “পারমাণবিক অস্ত্র কর্মসূচি-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে” আঘাত হেনেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গত দুই দিনে ইরানে অন্তত ৮০ জন নিহত এবং ৮০০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে বলেও জানিয়েছে তারা।

এই টানটান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েই বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান শত্রুতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

এদিকে, চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা বাতিল করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের ক্রমাগত হামলার মুখে আলোচনার আর কোনো যৌক্তিকতা নেই।

উল্লেখযোগ্যভাবে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (১৫ জুন) দুপুর ৩টা পর্যন্ত (তেহরান সময়) দেশটির আকাশপথ বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে না গিয়ে অনলাইনে তথ্য জানতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

Tag :

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা, নিহত ৮, আহত দুই শতাধিক, বন্ধ ইরানের আকাশপথ

আপডেট সময় : ০৭:১৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরান হাইফা, তেল আবিব ও পশ্চিম গ্যালিলি সহ একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয় মধ্য ইসরায়েলে, যেখানে ১০ বছর বয়সী এক শিশুসহ কমপক্ষে ৪ জন নিহত হন এবং প্রায় ১০০ জন আহত হন বলে জানিয়েছেন এমডিএ-এর এক মুখপাত্র।

শফেলা অঞ্চলে আরও ৩৭ জন আহত হন। পশ্চিম গ্যালিলিতে একটি তিনতলা ভবন ধসে পড়ে তিনজন নারী নিহত হন। এমডিএ জানিয়েছে, দুজন নারীকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। হাইফা অঞ্চলে একটি বাড়িতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে ২০ বছর বয়সী এক তরুণী নিহত হন এবং আহত হন আরও ১৪ জন।

ইসরায়েলি পুলিশ ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় জানায়, তেল আবিব উপকূলবর্তী এলাকায় বড় ধরনের হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমডিএ মুখপাত্র বলেন, ইরানের এই রাতভর পাল্টা হামলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলও ইরানের রাজধানী তেহরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে বলে জানায় তেল আবিব। দেশটির সামরিক বাহিনী জানায়, তারা ইরানের “পারমাণবিক অস্ত্র কর্মসূচি-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে” আঘাত হেনেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গত দুই দিনে ইরানে অন্তত ৮০ জন নিহত এবং ৮০০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে বলেও জানিয়েছে তারা।

এই টানটান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েই বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান শত্রুতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

এদিকে, চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা বাতিল করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের ক্রমাগত হামলার মুখে আলোচনার আর কোনো যৌক্তিকতা নেই।

উল্লেখযোগ্যভাবে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (১৫ জুন) দুপুর ৩টা পর্যন্ত (তেহরান সময়) দেশটির আকাশপথ বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে না গিয়ে অনলাইনে তথ্য জানতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।