ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

“এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে সহকর্মীদের সক্রিয় অংশগ্রহণে বাকাএভ-এর কৃতজ্ঞতা প্রকাশ”

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চলমান আন্দোলনে সহকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের জন্য বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এক বিবৃতিতে বাকাএভ-এর সভাপতি কে. এম. মাহবুব আলম এবং মহাসচিব তানভীর আহমেদ বলেন,

“রাষ্ট্রের অক্সিজেন ও জাতীয় অর্থনীতির মেরুদণ্ড খ্যাত এনবিআর-এর অস্তিত্ব, সম্মান ও মর্যাদা রক্ষার দাবিতে বিগত দুই সপ্তাহ ধরে চলমান আন্দোলনে সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাগণ যেভাবে যুক্ত হয়েছেন এবং দূর থেকে সমর্থন জানিয়েছেন, তা অত্যন্ত সাহসী ও গঠনমূলক ভূমিকা।”

তারা আরও বলেন, “এই ঐক্যবদ্ধ ভূমিকা ভবিষ্যতে রাজস্ব কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিসমূহ আদায়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

বাকাএভ নেতারা সকল সদস্যকে চলমান কার্যক্রমকে দ্রুত, স্বচ্ছ ও সুচারুভাবে সম্পন্ন করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, কর্মক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান বজায় রেখে ভবিষ্যতের সকল কার্যক্রম পরিচালিত হবে।

বাকাএভ-এর পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, রাজস্ব প্রশাসনের অখণ্ডতা রক্ষা, রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা বজায় রাখা এবং অর্থনৈতিক কাঠামোর স্থিতিশীলতা নিশ্চিত করতে এনবিআর-এর মত একটি প্রতিষ্ঠান সংরক্ষণ করা অপরিহার্য।

এ প্রসঙ্গে আরও বলা হয়,”বাকাএভ সবসময় দেশের স্বার্থে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকায় বিশ্বাসী এবং ভবিষ্যতেও সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যাবে।”

Tag :

“এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে সহকর্মীদের সক্রিয় অংশগ্রহণে বাকাএভ-এর কৃতজ্ঞতা প্রকাশ”

আপডেট সময় : ১০:০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

অনলাইন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চলমান আন্দোলনে সহকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের জন্য বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এক বিবৃতিতে বাকাএভ-এর সভাপতি কে. এম. মাহবুব আলম এবং মহাসচিব তানভীর আহমেদ বলেন,

“রাষ্ট্রের অক্সিজেন ও জাতীয় অর্থনীতির মেরুদণ্ড খ্যাত এনবিআর-এর অস্তিত্ব, সম্মান ও মর্যাদা রক্ষার দাবিতে বিগত দুই সপ্তাহ ধরে চলমান আন্দোলনে সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাগণ যেভাবে যুক্ত হয়েছেন এবং দূর থেকে সমর্থন জানিয়েছেন, তা অত্যন্ত সাহসী ও গঠনমূলক ভূমিকা।”

তারা আরও বলেন, “এই ঐক্যবদ্ধ ভূমিকা ভবিষ্যতে রাজস্ব কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিসমূহ আদায়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

বাকাএভ নেতারা সকল সদস্যকে চলমান কার্যক্রমকে দ্রুত, স্বচ্ছ ও সুচারুভাবে সম্পন্ন করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, কর্মক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান বজায় রেখে ভবিষ্যতের সকল কার্যক্রম পরিচালিত হবে।

বাকাএভ-এর পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, রাজস্ব প্রশাসনের অখণ্ডতা রক্ষা, রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা বজায় রাখা এবং অর্থনৈতিক কাঠামোর স্থিতিশীলতা নিশ্চিত করতে এনবিআর-এর মত একটি প্রতিষ্ঠান সংরক্ষণ করা অপরিহার্য।

এ প্রসঙ্গে আরও বলা হয়,”বাকাএভ সবসময় দেশের স্বার্থে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকায় বিশ্বাসী এবং ভবিষ্যতেও সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যাবে।”