প্রখ্যাত নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সাংবাদিকদের তিনি জানান, “মোস্তফা সরয়ার ফারুকীকে জরুরি বিভাগে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়েছে। তার ইসিজি সহ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হার্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনি বর্তমানে ভালো আছেন। অতিরিক্ত কাজের চাপ থেকেই এই অসুস্থতা।”
এর আগে, শনিবার কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী।
কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান, “ফুড পয়জনিংয়ের কারণে তার ডিহাইড্রেশন হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার কিছু পরে ওশন প্যারাডাইস হোটেল থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।”

অনলাইন ডেস্ক 















