অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে তা কেউ ঠেকাতে পারবে না।” তিনি আরও বলেন, নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত তারিখেই।
শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন বিষয়ে:
“যদি জনগণ ভোট দিতে চায়, কেউই সেটা বন্ধ করতে পারবে না।”
চাঁদাবাজদের বিষয়ে হুঁশিয়ারি:
“কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেওয়া হবে না, যত বড়ই হোক ব্যবস্থা নেওয়া হবে।”
বাজার পরিস্থিতি:
তিনি জানান, “বৃষ্টির কারণে কিছু শাক-সবজির দাম বেড়েছে। কিন্তু বাজারে অস্থিরতা নেই। কৃষকরা সঠিক দাম পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরাই লাভ করছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে জনসচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখেন। দোকানিদের পলিথিন ব্যবহার বন্ধে উদ্বুদ্ধ করেন এবং এর পরিবেশগত ক্ষতি সম্পর্কে সরাসরি অবহিত করেন।

অনলাইন ডেস্ক 















