ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের তৎপরতা, একে একে ঢাকায় আসছেন তিন মন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্যাপক তৎপর হয়ে উঠেছে পাকিস্তান। আগামী সপ্তাহে একে একে ঢাকা সফরে আসছেন দেশটির গুরুত্বপূর্ণ তিন মন্ত্রী। সফরের লক্ষ্য—নতুন চুক্তি, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং কৌশলগত সমঝোতা গড়া। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিকভাবে এগোচ্ছে অত্যন্ত সতর্কভাবে।

সরকারি সূত্রে জানা গেছে, ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এর পরপরই ২৩ আগস্ট ঢাকায় আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া পরবর্তীতে আসতে পারেন অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব।

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার শাসনামলে (২০০৯–২০২৪) দুই দেশের সম্পর্ক বেশ নিচু স্তরে অবস্থান করলেও বর্তমানে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক মেরামতে উদ্যোগী হয়েছে পাকিস্তান।
এরই অংশ হিসেবে সম্প্রতি একাধিক উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে।

গত এপ্রিলে ঢাকা সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

জুলাইয়ে এশিয়া ক্রিকেট কাউন্সিলের শীর্ষ প্রতিনিধি হিসেবে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন রাজা নাকভি।

এবার একসঙ্গে আসছেন পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী।

ঢাকায় সফররত পাকিস্তানি মন্ত্রীরা অংশ নেবেন কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে।
এ সময় সম্ভাব্য যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে:

সাংস্কৃতিক সহযোগিতা

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ

বাণিজ্য সম্পর্ক উন্নয়ন

উচ্চশিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ

তাঁদের আলাদাভাবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন-এর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি দিতে পাকিস্তান সময় নেয় তিন বছর।
১৯৭৪ সালে লাহোরে ওআইসি সম্মেলনের আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইসলামাবাদ।
এরপর থেকে সম্পর্ক জোড়াতালি দিয়েই চলেছে—বিশেষ করে ২০০৯ সালের পর থেকে তা পড়ে যায় চরম নিম্নমুখী ধারায়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন,“বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। তবে এ সম্পর্ক অস্বাভাবিকভাবে উচ্চতর স্তরে যাবে না।”

কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান যেন এই সম্পর্ককে ভারতের বিরুদ্ধে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, সেদিকে বাংলাদেশকে সরাসরি বার্তা দিতে হবে।

Tag :

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের তৎপরতা, একে একে ঢাকায় আসছেন তিন মন্ত্রী

আপডেট সময় : ০৭:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্যাপক তৎপর হয়ে উঠেছে পাকিস্তান। আগামী সপ্তাহে একে একে ঢাকা সফরে আসছেন দেশটির গুরুত্বপূর্ণ তিন মন্ত্রী। সফরের লক্ষ্য—নতুন চুক্তি, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং কৌশলগত সমঝোতা গড়া। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিকভাবে এগোচ্ছে অত্যন্ত সতর্কভাবে।

সরকারি সূত্রে জানা গেছে, ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এর পরপরই ২৩ আগস্ট ঢাকায় আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া পরবর্তীতে আসতে পারেন অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব।

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার শাসনামলে (২০০৯–২০২৪) দুই দেশের সম্পর্ক বেশ নিচু স্তরে অবস্থান করলেও বর্তমানে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক মেরামতে উদ্যোগী হয়েছে পাকিস্তান।
এরই অংশ হিসেবে সম্প্রতি একাধিক উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে।

গত এপ্রিলে ঢাকা সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

জুলাইয়ে এশিয়া ক্রিকেট কাউন্সিলের শীর্ষ প্রতিনিধি হিসেবে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন রাজা নাকভি।

এবার একসঙ্গে আসছেন পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী।

ঢাকায় সফররত পাকিস্তানি মন্ত্রীরা অংশ নেবেন কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে।
এ সময় সম্ভাব্য যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে:

সাংস্কৃতিক সহযোগিতা

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ

বাণিজ্য সম্পর্ক উন্নয়ন

উচ্চশিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ

তাঁদের আলাদাভাবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন-এর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি দিতে পাকিস্তান সময় নেয় তিন বছর।
১৯৭৪ সালে লাহোরে ওআইসি সম্মেলনের আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইসলামাবাদ।
এরপর থেকে সম্পর্ক জোড়াতালি দিয়েই চলেছে—বিশেষ করে ২০০৯ সালের পর থেকে তা পড়ে যায় চরম নিম্নমুখী ধারায়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন,“বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। তবে এ সম্পর্ক অস্বাভাবিকভাবে উচ্চতর স্তরে যাবে না।”

কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান যেন এই সম্পর্ককে ভারতের বিরুদ্ধে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, সেদিকে বাংলাদেশকে সরাসরি বার্তা দিতে হবে।