জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া ক্যারিয়ারে যেমন সফল, ব্যক্তিজীবনে তেমনি নিতে হয়েছে কিছু কঠিন সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রাক্তন প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন।
ফারিয়া জানান, ১০ বছর প্রেম এবং ২০২০ সালে বাগদান— সবই একসময় থেমে গেছে বিচ্ছেদের করুণ অধ্যায়ে। তার ভাষায়, “মা-বাবা আর রনিকে ঘিরেই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া কিছু ভাবতেই পারতাম না।”
😔 বিচ্ছেদের পরবর্তী মানসিক অবস্থা:
বিচ্ছেদের পর তিনি তিন মাস কোনো কাজই করতে পারেননি।
মানসিক চাপ এতটাই গভীর ছিল যে, তাকে অবসাদ নিরাময়ের ওষুধ খেতে হয়েছিল।
বললেন, “১০ বছর অনেক বড় সময়। এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে প্রচুর মনের জোর লাগে।”
🌱 নতুন জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা:
চার বছর পর বিষয়টি প্রকাশ্যে শেয়ার করে ফারিয়া জানান, ধীরে ধীরে তিনি নতুন অধ্যায়ে মানিয়ে নিতে শিখছেন।

অনলাইন ডেস্ক 

















