দেশজুড়ে বৃষ্টিপাত ও নদ-নদীতে হঠাৎ পানি বৃদ্ধি আগামী ৩ দিনের মধ্যে ভয়াবহ বন্যার ইঙ্গিত দিচ্ছে। এ অবস্থায় ৫ থেকে ১০টি জেলা আগামী ২৪ ঘণ্টায় এবং ১৫ থেকে ২০টি জেলা আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক সতর্কবার্তামূলক পোস্টে এই তথ্য জানান।
সবচেয়ে ঝুঁকিতে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চল
গবেষক পলাশের মতে, পদ্মা নদী এবং এর শাখা ও উপনদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের নদী তীরবর্তী জেলাগুলোতে প্রবল বন্যার আশঙ্কা করা হচ্ছে। খুলনা ও বরিশাল বিভাগে চলতি বর্ষা মৌসুমে ঐতিহাসিক গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে নদ-নদীর পানি বিপজ্জনক উচ্চতায় পৌঁছেছে।
তিনি সতর্ক করে বলেন, “পদ্মা নদীর শাখা নদীগুলোতে পানি প্রবেশের ফলে রাজশাহী ও খুলনা বিভাগের বহু এলাকা বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।”
তিস্তা ও দুধকুমার নদী বিপদসীমার ওপরে
এদিকে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীতে পানি প্রবাহ ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। এতে করে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার অনেক এলাকাও বন্যার মুখে পড়তে পারে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক 















