আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশে প্রায় ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে যাত্রী এবং চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
🔍 যানজটের মূল কারণ:
হাইওয়ে পুলিশের ভাষ্য:
➡️ সড়কে খানাখন্দের কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটছে।
➡️ বিশেষ করে কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত উভয় লেনে গাড়ি চলাচল ধীরগতির বা পুরোপুরি স্থবির।
📍 আক্রান্ত এলাকা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক:
কাঁচপুর → মদনপুর (প্রায় ৬ কিমি)
ঢাকা-সিলেট মহাসড়ক:

অনলাইন ডেস্ক 















