ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলহামদুলিল্লাহ জামায়াত আমির ভালো আছেন: নায়েবে আমির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের মঙ্গলবার গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসাধীন জামায়াত আমির বাসায় ফেরার আগে গণমাধ্যমকে জানিয়েছেন, “আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন। আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাবো। বাসায় রুটিনমাফিক দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন। আল্লাহর সাহায্যে তিন সপ্তাহ পরে জনসন্মুখে ইনশাআল্লাহ দেশের জন্য জাতির জন্য খেদমত করতে পারবেন।”

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আরও বলেন, “অনেক দেশের প্রস্তাব থাকলেও আমিরে জামায়াত বাংলাদেশেই চিকিৎসা করার আগ্রহ প্রকাশ করেন। তার সফল অস্ত্রোপচারের পর তিনি দ্রুত সুস্থ হচ্ছেন। আমিরের রিকভারি খুব ভালোভাবে হচ্ছে।”

‘সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ দেশ-বিদেশ থেকে টেলিফোন করে দোয়া করেছে। অনেক মা-বোন রোজা রেখেছে শুনেছি, কান্নাকাটি করেছে শুনেছি, নফল ইবাদত করেছে শুনেছি। সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি’-যোগ করেন তিনি।

দায়িত্বরত চিকিৎসক দলের প্রতিনিধি ডা. শহীদ আহমেদ চৌধুরী জানিয়েছেন, একমাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জামায়াতে ইসলামীর আমির।

উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, এমনকি ডাক্তারের সঙ্গ নিয়ে তাকে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

Tag :

আলহামদুলিল্লাহ জামায়াত আমির ভালো আছেন: নায়েবে আমির

আপডেট সময় : ১০:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

বাংলাদেশ জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের মঙ্গলবার গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসাধীন জামায়াত আমির বাসায় ফেরার আগে গণমাধ্যমকে জানিয়েছেন, “আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন। আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাবো। বাসায় রুটিনমাফিক দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন। আল্লাহর সাহায্যে তিন সপ্তাহ পরে জনসন্মুখে ইনশাআল্লাহ দেশের জন্য জাতির জন্য খেদমত করতে পারবেন।”

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আরও বলেন, “অনেক দেশের প্রস্তাব থাকলেও আমিরে জামায়াত বাংলাদেশেই চিকিৎসা করার আগ্রহ প্রকাশ করেন। তার সফল অস্ত্রোপচারের পর তিনি দ্রুত সুস্থ হচ্ছেন। আমিরের রিকভারি খুব ভালোভাবে হচ্ছে।”

‘সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ দেশ-বিদেশ থেকে টেলিফোন করে দোয়া করেছে। অনেক মা-বোন রোজা রেখেছে শুনেছি, কান্নাকাটি করেছে শুনেছি, নফল ইবাদত করেছে শুনেছি। সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি’-যোগ করেন তিনি।

দায়িত্বরত চিকিৎসক দলের প্রতিনিধি ডা. শহীদ আহমেদ চৌধুরী জানিয়েছেন, একমাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জামায়াতে ইসলামীর আমির।

উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, এমনকি ডাক্তারের সঙ্গ নিয়ে তাকে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।