ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় সংসদীয় আসন পুনর্বিন্যাস: জটিল সমীকরণে বিএনপি-জামায়াত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৫টি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।

এতে অনেক হেভিওয়েট বিএনপি ও জামায়াত নেতারা এখন একে অপরের মুখোমুখি হতে পারেন।

কুমিল্লা-১ (দাউদকান্দি + মেঘনা):

বিএনপি প্রার্থী:

ড. খন্দকার মোশাররফ হোসেন (দাউদকান্দি)

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া (মেঘনা)

জামায়াত প্রার্থী: নাজিম উদ্দিন মোল্লা (মেঘনা)

2. কুমিল্লা-২ (হোমনা + তিতাস):

মেঘনা বাদ পড়ায় মেঘনার মনোনয়নপ্রত্যাশীরা এখন চ্যালেঞ্জে।

3. কুমিল্লা-৯ (লাকসাম + লালমাই):

মনোহরগঞ্জ বাদ দেওয়ায় প্রার্থী সামিরা আজিম (মনোহরগঞ্জ) কোণঠাসা।

4. কুমিল্লা-১০ (নাঙ্গলকোট + মনোহরগঞ্জ):

পুরোনো তিন উপজেলার মধ্যে ২টি বাদ দেওয়া হয়েছে।

এতে সাবেক প্রার্থীরা এলাকা হারিয়ে ফেলছেন, ভোটব্যাংক দুর্বল হচ্ছে।

5. কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম + সদর দক্ষিণ):

বিএনপি: মনিরুল হক চৌধুরী

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে।

জামায়াত ও বিএনপি একই আসনে মুখোমুখি, জোট রাজনীতিতে চাপ বাড়বে।

আসন পুনর্বিন্যাসকে “রাজনৈতিক ষড়যন্ত্র” হিসেবে দেখছে বিএনপি।

নির্বাচনের চেয়ে মনোনয়ন পেতে লড়াই এখন বড় চ্যালেঞ্জ।

Tag :

কুমিল্লায় সংসদীয় আসন পুনর্বিন্যাস: জটিল সমীকরণে বিএনপি-জামায়াত

আপডেট সময় : ০৭:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৫টি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।

এতে অনেক হেভিওয়েট বিএনপি ও জামায়াত নেতারা এখন একে অপরের মুখোমুখি হতে পারেন।

কুমিল্লা-১ (দাউদকান্দি + মেঘনা):

বিএনপি প্রার্থী:

ড. খন্দকার মোশাররফ হোসেন (দাউদকান্দি)

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া (মেঘনা)

জামায়াত প্রার্থী: নাজিম উদ্দিন মোল্লা (মেঘনা)

2. কুমিল্লা-২ (হোমনা + তিতাস):

মেঘনা বাদ পড়ায় মেঘনার মনোনয়নপ্রত্যাশীরা এখন চ্যালেঞ্জে।

3. কুমিল্লা-৯ (লাকসাম + লালমাই):

মনোহরগঞ্জ বাদ দেওয়ায় প্রার্থী সামিরা আজিম (মনোহরগঞ্জ) কোণঠাসা।

4. কুমিল্লা-১০ (নাঙ্গলকোট + মনোহরগঞ্জ):

পুরোনো তিন উপজেলার মধ্যে ২টি বাদ দেওয়া হয়েছে।

এতে সাবেক প্রার্থীরা এলাকা হারিয়ে ফেলছেন, ভোটব্যাংক দুর্বল হচ্ছে।

5. কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম + সদর দক্ষিণ):

বিএনপি: মনিরুল হক চৌধুরী

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে।

জামায়াত ও বিএনপি একই আসনে মুখোমুখি, জোট রাজনীতিতে চাপ বাড়বে।

আসন পুনর্বিন্যাসকে “রাজনৈতিক ষড়যন্ত্র” হিসেবে দেখছে বিএনপি।

নির্বাচনের চেয়ে মনোনয়ন পেতে লড়াই এখন বড় চ্যালেঞ্জ।