ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার (১০ আগস্ট) দেশের হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় তথ্য ভুল বা সংশোধনের প্রয়োজন হলে আগামী ১২ দিনের মধ্যে আবেদন করা যাবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। এদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে।

খসড়া ভোটার তালিকা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্ধারিত স্থানে টানিয়ে দেওয়া হবে।

ভুল তথ্য সংশোধন বা বাদ পড়া নাম অন্তর্ভুক্তির আবেদন ২৪ আগস্ট পর্যন্ত গ্রহণ ও নিষ্পত্তি করবে ইসি।

এরপর বাকি আনুষ্ঠানিকতা শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা রয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন লাখো তরুণ।

বর্তমানে দেশে মোট ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার রয়েছে। হালনাগাদের পর এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশন আশা করছে, সময়মতো তালিকা সংশোধন ও আপডেট সম্পন্ন করে একটি নির্ভুল ও সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা প্রকাশ সম্ভব হবে—যা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে কাজ করবে।

Tag :

ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ

আপডেট সময় : ০৬:০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার (১০ আগস্ট) দেশের হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় তথ্য ভুল বা সংশোধনের প্রয়োজন হলে আগামী ১২ দিনের মধ্যে আবেদন করা যাবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। এদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে।

খসড়া ভোটার তালিকা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্ধারিত স্থানে টানিয়ে দেওয়া হবে।

ভুল তথ্য সংশোধন বা বাদ পড়া নাম অন্তর্ভুক্তির আবেদন ২৪ আগস্ট পর্যন্ত গ্রহণ ও নিষ্পত্তি করবে ইসি।

এরপর বাকি আনুষ্ঠানিকতা শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা রয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন লাখো তরুণ।

বর্তমানে দেশে মোট ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার রয়েছে। হালনাগাদের পর এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশন আশা করছে, সময়মতো তালিকা সংশোধন ও আপডেট সম্পন্ন করে একটি নির্ভুল ও সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা প্রকাশ সম্ভব হবে—যা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে কাজ করবে।