ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বোর্ডে নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ শিক্ষার্থী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে আজ। সকাল ১০টা থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল উন্মুক্ত করা হয়।

ফল পুনঃনিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৬ জন শিক্ষার্থী নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে তিনজন পরীক্ষার্থী পাস থেকে সরাসরি জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া, ফেল থেকে পাস করেছে আরও ২৯৩ জন শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর জানান, এবার মোট ৯২,৬৭৬ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এতে মোট ২,২২,৫৩৩টি উত্তরপত্র পুনঃপরীক্ষা করা হয়। এর মধ্যে ২,৯৪৬ জন পরীক্ষার্থীর ফলাফলে গ্রেড পরিবর্তন হয়েছে।

গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪,৭৯,৩১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে পাস করে ১০,০৬,৫৫৪ জন। মোট পাসের হার ছিল ৬৮.০৪ শতাংশ, যা গত বছরের ৮৩.৭৭ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কম।

এছাড়া, গত বছর যেখানে জিপিএ-৫ পেয়েছিল ১,৬৩,৮৪৫ জন, এবার সেখানে কমে দাঁড়ায় ১,২৫,০১৮ জনে— কমেছে ৩৮,৮২৭ জন। তবে পুনঃনিরীক্ষণের ফলে এই সংখ্যায় কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে।

Tag :

ঢাকা বোর্ডে নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ শিক্ষার্থী

আপডেট সময় : ০৬:৫২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে আজ। সকাল ১০টা থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল উন্মুক্ত করা হয়।

ফল পুনঃনিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৬ জন শিক্ষার্থী নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে তিনজন পরীক্ষার্থী পাস থেকে সরাসরি জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া, ফেল থেকে পাস করেছে আরও ২৯৩ জন শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর জানান, এবার মোট ৯২,৬৭৬ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এতে মোট ২,২২,৫৩৩টি উত্তরপত্র পুনঃপরীক্ষা করা হয়। এর মধ্যে ২,৯৪৬ জন পরীক্ষার্থীর ফলাফলে গ্রেড পরিবর্তন হয়েছে।

গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪,৭৯,৩১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে পাস করে ১০,০৬,৫৫৪ জন। মোট পাসের হার ছিল ৬৮.০৪ শতাংশ, যা গত বছরের ৮৩.৭৭ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কম।

এছাড়া, গত বছর যেখানে জিপিএ-৫ পেয়েছিল ১,৬৩,৮৪৫ জন, এবার সেখানে কমে দাঁড়ায় ১,২৫,০১৮ জনে— কমেছে ৩৮,৮২৭ জন। তবে পুনঃনিরীক্ষণের ফলে এই সংখ্যায় কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে।