ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

রাজধানীর চানখারপুলে সংঘটিত ভয়াবহ ৬ হত্যা মামলায় আজ রোববার (১০ আগস্ট) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলায় অভিযুক্ত ৮ আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।

এর আগে সকালে মামলায় গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।
অপরদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ বাকি চার আসামি এখনো পলাতক রয়েছেন।

পূর্বপটভূমি:

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত এই ঘটনায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে—এটি ছিল একটি পূর্বপরিকল্পিত সহিংস অভিযান, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য জড়িত ছিল বলে অভিযোগ।

২০২৫ সালের ২১ এপ্রিল, তদন্ত সংস্থা এ ঘটনায় মোট ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে।
পরবর্তী সময়ে, ১৪ জুলাই ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলাটি গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে এবং প্রতিটি সাক্ষ্য ও প্রমাণ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করা হবে।

Tag :

চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আপডেট সময় : ০৬:০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

রাজধানীর চানখারপুলে সংঘটিত ভয়াবহ ৬ হত্যা মামলায় আজ রোববার (১০ আগস্ট) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলায় অভিযুক্ত ৮ আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।

এর আগে সকালে মামলায় গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।
অপরদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ বাকি চার আসামি এখনো পলাতক রয়েছেন।

পূর্বপটভূমি:

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত এই ঘটনায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে—এটি ছিল একটি পূর্বপরিকল্পিত সহিংস অভিযান, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য জড়িত ছিল বলে অভিযোগ।

২০২৫ সালের ২১ এপ্রিল, তদন্ত সংস্থা এ ঘটনায় মোট ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে।
পরবর্তী সময়ে, ১৪ জুলাই ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলাটি গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে এবং প্রতিটি সাক্ষ্য ও প্রমাণ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করা হবে।