চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় একযোগে প্রকাশ করেছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ড। শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল নম্বর ব্যবহার করে ফল জানতে পারবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলকভাবে খারাপ হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। সারাদেশে প্রায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও অন্যান্য বছরের তুলনায় কম হওয়ায় অনেকেই একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জ করেছেন। শুধু ঢাকা বোর্ডেই ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করা হয়েছে।
মোবাইল এসএমএসের মাধ্যমে (সাধারণ বোর্ড):
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষা বছর
পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2025
মাদ্রাসা বোর্ড:
প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। টাইপ করুন:
Dakhil Mad 123456 2025
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফল প্রকাশের পর প্রি-রেজিস্টার্ড নম্বরে এসএমএসে ফল পৌঁছে যাবে।
কারিগরি বোর্ড:
টাইপ করুন:
SSC TEC 123456 2025
পাঠান ১৬২২২ নম্বরে।
শিক্ষার্থীদের সুবিধার্থে বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হয়েছে। যারা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন, তারা সংশোধিত ফলাফল যাচাই করে পরবর্তী করণীয় ঠিক করতে পারবেন।

অনলাইন ডেস্ক 















