আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজাদ আলী জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার রাজধানীর পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই, যা দেশে ও বিদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশও নিরলসভাবে কাজ করছে। কমিশনার বলেন, “গত বছরগুলোতে মহানগর পুলিশের কিছু দুর্বলতা ছিল, যা কাটিয়ে উঠে আমরা এখন আরও পেশাদার হয়ে উঠেছি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করব।”
পেশাদারিত্বের উপর জোর
ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্বই মূল চাবিকাঠি। আপনাদের আচরণ, দায়িত্ববোধ ও নিরপেক্ষ ভূমিকা দেশ ও জাতির সামনে পুলিশের নতুন মুখ তুলে ধরবে।

অনলাইন ডেস্ক 















