দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগে দুদক অনুসন্ধান শেষে মামলা দায়ের করে। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ড. কলিমুল্লাহ তার উপাচার্য মেয়াদকালে বিভিন্ন বিতর্কের জন্ম দেন এবং পদে থাকা অবস্থায় প্রশাসনিক অদক্ষতা ও আর্থিক অনিয়মের অভিযোগে সমালোচিত হন।

অনলাইন ডেস্ক 















