জুলাই ঘোষণাপত্র পাঠের পর রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা-সমালোচনার ঝড়, ঠিক সেই মুহূর্তে সরকারের তরুণ উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “বিপদে আছি।”
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা মাহফুজ আলমের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন:“So far, so good. সরকারে থাকা অবস্থায় কমেন্ট করবা না। গতকালের এক কমেন্ট নিয়ে আমি বিপদে আছি। সো, ব্যাটার হচ্ছে আমরা যখন গুছিয়ে লিখতে পারব, তখন লিখব। এত দূর পর্যন্ত আসতে পেরেছি—আলহামদুলিল্লাহ। অনেক বড় জার্নি ছিল।”
তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দল এসেছে—এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের জন্য যদি আমরা দীর্ঘ সময় ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে যে নতুন বাংলাদেশ চেয়েছি, সেটা সম্ভব হবে।”
এর আগে সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মাহফুজ আলম লেখেন,“এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে।”পরে ওই পোস্টে তিনি সম্পাদনা করে আরও লেখেন,“এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।”
এই পোস্টটি দ্রুত ভাইরাল হয় এবং বিভিন্ন মহলে আলোড়ন তোলে। বিএনপির পক্ষ থেকে মাহফুজের মন্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ হিসেবে আখ্যা দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
অনেকেই মনে করছেন, সেই মন্তব্য থেকেই উদ্ভূত পরিস্থিতিকেই মাহফুজ আলম ‘বিপদে’ হিসেবে উল্লেখ করেছেন।

অনলাইন ডেস্ক 















