ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫১:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের প্রায় দুই হাজার নারী কর্মকর্তা-কর্মচারী তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবির বাস্তবায়নের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে তারা সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন।

এর আগে টানা ৭০ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এসব নারী কর্মী। তাদের মূল দাবি—

প্রকল্পভিত্তিক নিয়োগপ্রাপ্তদের পদসৃজন করে রাজস্বখাতে অন্তর্ভুক্তি,

দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সরকারি দায়িত্ব পালনের স্বীকৃতি ও চাকরির স্থায়ীকরণ।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পদযাত্রার কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে বলা হয়, “বারবার আলোচনা ও প্রতিশ্রুতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাই বাধ্য হয়েই তারা সচিবালয় অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচি হাতে নিয়েছেন।”

‘তথ্য আপা’ প্রকল্পটি দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নারীদের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে সহায়তা করে আসছে। এসব নারীকর্মীরা বলেন, “আমরা মাঠে থেকে দেশের নারী উন্নয়নে কাজ করেছি। এখন আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।”

উল্লেখ্য, ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’ প্রকল্পটি ২০১১ সাল থেকে চালু রয়েছে। এ প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত নারী কর্মীদের দীর্ঘদিন ধরে রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনরত কর্মীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Tag :

সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের

আপডেট সময় : ০৫:৫১:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের প্রায় দুই হাজার নারী কর্মকর্তা-কর্মচারী তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবির বাস্তবায়নের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে তারা সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন।

এর আগে টানা ৭০ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এসব নারী কর্মী। তাদের মূল দাবি—

প্রকল্পভিত্তিক নিয়োগপ্রাপ্তদের পদসৃজন করে রাজস্বখাতে অন্তর্ভুক্তি,

দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সরকারি দায়িত্ব পালনের স্বীকৃতি ও চাকরির স্থায়ীকরণ।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পদযাত্রার কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে বলা হয়, “বারবার আলোচনা ও প্রতিশ্রুতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাই বাধ্য হয়েই তারা সচিবালয় অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচি হাতে নিয়েছেন।”

‘তথ্য আপা’ প্রকল্পটি দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নারীদের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে সহায়তা করে আসছে। এসব নারীকর্মীরা বলেন, “আমরা মাঠে থেকে দেশের নারী উন্নয়নে কাজ করেছি। এখন আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।”

উল্লেখ্য, ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’ প্রকল্পটি ২০১১ সাল থেকে চালু রয়েছে। এ প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত নারী কর্মীদের দীর্ঘদিন ধরে রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনরত কর্মীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।