“যতদিন ক্ষমতায় থাকব, ততদিন আর্থিক খাতে সংস্কার অব্যাহত থাকবে”—এমন ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত অর্থনৈতিক খাতকে যতদূর সম্ভব ঠিক পথে আনা হবে।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন,“বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে—এটি পৃথিবীর আর কোনো দেশে হয়নি। তবে অন্যান্য ব্যাংকের তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা ভালো।”
তিনি জানান, দেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে কৃষি ব্যাংক সবচেয়ে বড় অবদান রেখে চলেছে, এবং সেই ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান ব্যাংক কর্মকর্তাদের।

অনলাইন ডেস্ক 















