ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিচারের উদ্দেশ্যে শেখ হাসিনাকে ফেরতের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

এর আগে সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জাগপা। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ গুলশান-বাড্ডা সংযোগস্থলে বাধা দেয়। সেখানে দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশের অনুরোধে দুপুর ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দেন এবং ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেন।

Tag :

বিচারের উদ্দেশ্যে শেখ হাসিনাকে ফেরতের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

এর আগে সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জাগপা। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ গুলশান-বাড্ডা সংযোগস্থলে বাধা দেয়। সেখানে দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশের অনুরোধে দুপুর ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দেন এবং ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেন।