ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিগত তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত থাকা এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নামসহ পূর্ণ পরিচয় চাওয়া হয়েছে।

সূত্র জানায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অনুরোধে নির্বাচন কমিশন সম্প্রতি এই তথ্য চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠি ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং দেশের সকল জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ডিএমপির শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে পিবিআই নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের নিম্নোক্ত তথ্য চেয়েছে:

নাম

পিতার নাম

মাতার নাম

স্থায়ী ও বর্তমান ঠিকানা

জাতীয় পরিচয়পত্র নম্বর

পাসপোর্ট নম্বর (যদি থাকে)

মোবাইল নম্বর

ইসি বলছে, জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা পিবিআইকে পাঠানো হবে।

এর আগে একই মামলার তদন্তে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল পিবিআই। সেই প্রেক্ষিতেই এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদেরও তথ্য চাওয়া হলো।

নির্বাচন সংশ্লিষ্ট এই তদন্তের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে বিশ্লেষকরা বলছেন, বিগত নির্বাচনে যেকোনো অনিয়ম, জালিয়াতি বা সহিংসতা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এ ধরনের তথ্য সংগ্রহের উদ্যোগ হয়ে থাকতে পারে।

Tag :

বিগত তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি

আপডেট সময় : ০৬:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত থাকা এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নামসহ পূর্ণ পরিচয় চাওয়া হয়েছে।

সূত্র জানায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অনুরোধে নির্বাচন কমিশন সম্প্রতি এই তথ্য চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠি ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং দেশের সকল জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ডিএমপির শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে পিবিআই নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের নিম্নোক্ত তথ্য চেয়েছে:

নাম

পিতার নাম

মাতার নাম

স্থায়ী ও বর্তমান ঠিকানা

জাতীয় পরিচয়পত্র নম্বর

পাসপোর্ট নম্বর (যদি থাকে)

মোবাইল নম্বর

ইসি বলছে, জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা পিবিআইকে পাঠানো হবে।

এর আগে একই মামলার তদন্তে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল পিবিআই। সেই প্রেক্ষিতেই এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদেরও তথ্য চাওয়া হলো।

নির্বাচন সংশ্লিষ্ট এই তদন্তের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে বিশ্লেষকরা বলছেন, বিগত নির্বাচনে যেকোনো অনিয়ম, জালিয়াতি বা সহিংসতা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এ ধরনের তথ্য সংগ্রহের উদ্যোগ হয়ে থাকতে পারে।