জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ (বুধবার) দেশব্যাপী বিজয় র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা ও মহানগরে এই কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, “জুলাই মাসে গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৬ আগস্ট বিজয় র্যালি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।”
ঢাকায় কেন্দ্রীয় বিজয় র্যালিটি বিকেল ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। এতে ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ), ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর জেলা ও মহানগর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসাথে র্যালি শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলার সাথে সম্পন্ন করতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএনপি গত বছর জুলাই ও আগস্ট মাসে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশে ধারাবাহিক কর্মসূচি পালন করেছিল। দলটির ভাষ্য অনুযায়ী, ৫ আগস্ট ‘গণ-আন্দোলনের চূড়ান্ত বিজয়’ অর্জিত হয়েছিল।

অনলাইন ডেস্ক 















