ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইনু, মেনন ও পলক নতুন মামলায় গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। এদিন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক মো. আরিফ হোসাইন তাদের নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন আসামিকে কারাগারেই রাখা হবে বলে আদেশে জানানো হয়।

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানাধীন তোলারাম কলেজের শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। বিকাল ৪টার দিকে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারাত্মক আহত হন। গুলিটি তার মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরদিন ভোরে মারা যান।

এই ঘটনায় গত বছরের ৮ নভেম্বর কদমতলী থানায় হত্যা মামলা করা হয়। মামলার এজাহারে রাশেদ খান মেননকে ৭ নম্বর, ইনুকে ৮ নম্বর এবং পলককে ৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।

পরে, ১৪ আগস্ট রাতে পলক, ২২ আগস্ট রাশেদ খান মেনন ও ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে অর্ধশতাধিক মামলা দায়ের হয়েছে এবং একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে।

Tag :

ইনু, মেনন ও পলক নতুন মামলায় গ্রেফতার

আপডেট সময় : ০৬:২০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

রাজধানীর কদমতলী এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। এদিন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক মো. আরিফ হোসাইন তাদের নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন আসামিকে কারাগারেই রাখা হবে বলে আদেশে জানানো হয়।

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানাধীন তোলারাম কলেজের শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। বিকাল ৪টার দিকে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারাত্মক আহত হন। গুলিটি তার মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরদিন ভোরে মারা যান।

এই ঘটনায় গত বছরের ৮ নভেম্বর কদমতলী থানায় হত্যা মামলা করা হয়। মামলার এজাহারে রাশেদ খান মেননকে ৭ নম্বর, ইনুকে ৮ নম্বর এবং পলককে ৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।

পরে, ১৪ আগস্ট রাতে পলক, ২২ আগস্ট রাশেদ খান মেনন ও ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে অর্ধশতাধিক মামলা দায়ের হয়েছে এবং একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে।