ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সমাবেশে অংশ নিতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ (রোববার) দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শাহবাগে সমাবেশ আয়োজন করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই শাহবাগ এলাকায় নেতাকর্মীদের পদচারণা বেড়েছে।

সরাসরি সেখান থেকে জানা গেছে, সকাল থেকে শাহবাগ এলাকা ছাত্রদলের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসছেন। মঞ্চ ও সাউন্ড সিস্টেম স্থাপন শেষ হওয়ার পর সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে উঠেছে।

নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দিয়ে তাদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছেন। ছাত্রদলের শাজাহানপুর থানা যুগ্ম-আহ্বায়ক সোলাইমান হোসেন সবুজ বলেন, “দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, আজ শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে অবস্থান করব।”

কাফরুল থানা আহ্বায়ক তানভীর হোসেন বাপ্পী যোগ করেন, “শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সমাবেশে থাকব, যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং কোনো স্বৈরাচারী শক্তি পরিস্থিতি নষ্ট করতে না পারে।”

নেতাকর্মীরা শেষ পর্যন্ত সমাবেশস্থলে থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দিতে চান।

Tag :

সমাবেশে অংশ নিতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

আপডেট সময় : ০৭:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ (রোববার) দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শাহবাগে সমাবেশ আয়োজন করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই শাহবাগ এলাকায় নেতাকর্মীদের পদচারণা বেড়েছে।

সরাসরি সেখান থেকে জানা গেছে, সকাল থেকে শাহবাগ এলাকা ছাত্রদলের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসছেন। মঞ্চ ও সাউন্ড সিস্টেম স্থাপন শেষ হওয়ার পর সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে উঠেছে।

নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দিয়ে তাদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছেন। ছাত্রদলের শাজাহানপুর থানা যুগ্ম-আহ্বায়ক সোলাইমান হোসেন সবুজ বলেন, “দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, আজ শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে অবস্থান করব।”

কাফরুল থানা আহ্বায়ক তানভীর হোসেন বাপ্পী যোগ করেন, “শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সমাবেশে থাকব, যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং কোনো স্বৈরাচারী শক্তি পরিস্থিতি নষ্ট করতে না পারে।”

নেতাকর্মীরা শেষ পর্যন্ত সমাবেশস্থলে থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দিতে চান।