ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ দাবিতে সমাবেশ: নতুন বাংলাদেশ গঠনের ইশতেহার ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’র দাবি আদায় এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশাল জনসমাবেশ আয়োজন করবে। এই সমাবেশে দলটি তাদের নতুন ইশতেহার ঘোষণা করবে।

শনিবার রাত সাড়ে ১১টায় এনসিপির শীর্ষ নেতারা – আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক সারজিস আলম এক ভিডিও বার্তায় দেশের মানুষকে আগামীকাল বিকেল ৪টায় শহীদ মিনারে যোগদানের আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের যাত্রার শুরু, সমাপ্তি নয়। ঐক্যবদ্ধ থাকলে আমরা কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো। আগামীকাল আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি এবং নতুন ইশতেহার ঘোষণা করবো।’

হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য লড়াই অব্যাহত থাকবে।’ সারজিস আলম বলেন, ‘দেশের ৬৪ জেলায় মানুষের কথা শুনে আমাদের ইশতেহার প্রস্তুত করা হয়েছে, যা একটি ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সহায়ক হবে।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও সমাবেশে দেশের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ আগস্ট এনসিপি এক দফার ঘোষণার মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতনের ঘোষণা দিয়েছিল, যা তারা ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে স্মরণ করছে।

Tag :

জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ দাবিতে সমাবেশ: নতুন বাংলাদেশ গঠনের ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৭:৩২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’র দাবি আদায় এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশাল জনসমাবেশ আয়োজন করবে। এই সমাবেশে দলটি তাদের নতুন ইশতেহার ঘোষণা করবে।

শনিবার রাত সাড়ে ১১টায় এনসিপির শীর্ষ নেতারা – আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক সারজিস আলম এক ভিডিও বার্তায় দেশের মানুষকে আগামীকাল বিকেল ৪টায় শহীদ মিনারে যোগদানের আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের যাত্রার শুরু, সমাপ্তি নয়। ঐক্যবদ্ধ থাকলে আমরা কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো। আগামীকাল আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি এবং নতুন ইশতেহার ঘোষণা করবো।’

হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য লড়াই অব্যাহত থাকবে।’ সারজিস আলম বলেন, ‘দেশের ৬৪ জেলায় মানুষের কথা শুনে আমাদের ইশতেহার প্রস্তুত করা হয়েছে, যা একটি ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সহায়ক হবে।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও সমাবেশে দেশের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ আগস্ট এনসিপি এক দফার ঘোষণার মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতনের ঘোষণা দিয়েছিল, যা তারা ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে স্মরণ করছে।