ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল-এনসিপির সমাবেশ: পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ ও আশপাশে আজ (৩ আগস্ট) তিনটি বড় কর্মসূচির কারণে যানচলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর ফলে এই এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। তাই ডিএমপি জনসাধারণকে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচল করতে অনুরোধ করেছে।

একই সঙ্গে আজ এইচএসসি ও বিসিএস পরীক্ষার কারণে ডিএমপি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য সতর্ক করে বলেছেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়,

সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ সোহরাওয়ার্দী উদ্যানে চলবে।

এসব কর্মসূচির কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

ডাইভারশন পয়েন্টগুলো হলো:

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সোনারগাঁও সিগন্যাল ও বাংলামোটর ক্রসিং হয়ে যানবাহন হেয়ার রোড/মিন্টু রোড হয়ে চলাচল করবে।

কাটাবন মোড় থেকে নীলক্ষেত/পলাশী অথবা সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড ব্যবহার করা হবে।

মৎস্য ভবন মোড় থেকে হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) পথে চলাচল করবে।

কাকরাইল মসজিদ ক্রসিং থেকে সরাসরি হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং থেকে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

পুলিশ শহীদ মিনার সংলগ্ন সড়ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ এড়িয়ে চলার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।

Tag :

ছাত্রদল-এনসিপির সমাবেশ: পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

আপডেট সময় : ০৭:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

রাজধানীর শাহবাগ ও আশপাশে আজ (৩ আগস্ট) তিনটি বড় কর্মসূচির কারণে যানচলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর ফলে এই এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। তাই ডিএমপি জনসাধারণকে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচল করতে অনুরোধ করেছে।

একই সঙ্গে আজ এইচএসসি ও বিসিএস পরীক্ষার কারণে ডিএমপি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য সতর্ক করে বলেছেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়,

সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ সোহরাওয়ার্দী উদ্যানে চলবে।

এসব কর্মসূচির কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

ডাইভারশন পয়েন্টগুলো হলো:

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সোনারগাঁও সিগন্যাল ও বাংলামোটর ক্রসিং হয়ে যানবাহন হেয়ার রোড/মিন্টু রোড হয়ে চলাচল করবে।

কাটাবন মোড় থেকে নীলক্ষেত/পলাশী অথবা সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড ব্যবহার করা হবে।

মৎস্য ভবন মোড় থেকে হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) পথে চলাচল করবে।

কাকরাইল মসজিদ ক্রসিং থেকে সরাসরি হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং থেকে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

পুলিশ শহীদ মিনার সংলগ্ন সড়ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ এড়িয়ে চলার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।